13/12/2021
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, মারামারি কোনো দিনই কাম্য নয়। মারামারি হলে কেউ না কেউ আহত কিংবা নিহত হয়। কারও পরিবার নিঃস্ব হোক, জনপ্রতিনিধি হিসেবে কেউ চাইবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সেভাবে আচরণ করুন।
আজ রোববার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।বিজ্ঞাপনnull
প্রার্থীদের সহনশীল আচরণ করার আহ্বান জানিয়ে কবিতা খানম বলেন, ‘যখন কোনো কিছুতে প্রতিদ্বন্দ্বিতা হয়, সেখানে জয়-পরাজয় থাকে। জয়ের আশা যেমন করবেন, আবার কোনো কারণে যদি পরাজিত হোন, সেটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। অসহিষ্ণু হলে বিশৃঙ্খলা বাড়বে। আপনারা নিজেদের আইনের মধ্যে রাখুন। আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে।’
ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রার্থীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, অভিযোগ না করে ভোটারদের আকর্ষণ করুন। আপনাদের পক্ষে যাতে ভোট দেয়, সেভাবে প্রচারণা চালান। জোর করে কারও ভোট নিতে পারবেন না। তাঁদের মন জয় করে ভোট নিতে হবে। আপনারা ভোটারদের বলেন, “পরিবেশ সুষ্ঠু থাকবে আপনারা ভোটকেন্দ্রে আসুন। শুধু নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী নয়, আপনারাও দায়িত্বশীলতার পরিচয় দিন”।’বিজ্ঞাপনnull
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কবিতা খানম বলেন, ‘কেউ আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালালে, আপনারা প্রার্থীকে একজন প্রার্থী গণ্য করবেন। তাঁর অন্য কোনো পরিচয় থাকবে না। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। প্রত্যেক প্রার্থী একই ধরনের আইনের সেবা পাবেন। ভোটের আগে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক, এটা আমরা চাই না। নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত থাকে, সেটা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।’ বিজ্ঞাপনnull
মতবিনিময় সভায় ২৬ ডিসেম্বর নওগাঁর মহাদেবপুর, ধামইরহাট ও আত্রাই উপজেলার ২৬টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা অংশ নেন। তাঁরা নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে তাঁদের নানা অভিযোগ নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেন।
মতবিনিময় সভায় ২৬ ডিসেম্বর নওগাঁর মহাদেবপুর, ধামইরহাট ও আত্রাই উপজেলার ২৬টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা অংশ নেন। তাঁরা নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে তাঁদের নানা অভিযোগ নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেন।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ।